ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন অদম্য মেধাবী মাসুদুর রহমান। তাঁর বাবা মাওলানা আব্দুর রাশিদের ইচ্ছা ছিল ছেলেকে মেডিকেলে পড়াবেন। যদিও মাসুদুরের বাবা তাঁর ছেলের সাফল্য দেখে যেতে পারেননি। দুই বছর আগে মারা যান তিনি।
বাবার মৃত্যুর পর পরিবারের বড় সন্তান হিসেবে সংসারের দায়িত্ব পড়ে মাসুদুরের ওপর। এই অল্প বয়সে সংসারের সব দায়িত্ব নিয়েও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন মাসুদুর। মাসুদুর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে মামার বাড়িতে বড় হয়েছেন।
বাবার স্বপ্ন পূরণ করতে অক্লান্ত পরিশ্রম করে ঢাকা মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় সফলতা অর্জন করেন মাসুদুর। মাসুদুরের এই সাফল্যে উৎসবের আমেজ বইছে উপজেলার অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে। এই দুটি বিদ্যালয়ে সে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেছেন।
মাসুদুর বলেন, ‘আমার বাবা ছিলেন প্রবাসী। আমাদের লেখাপড়া করানোর জন্য বাবা বিদেশে অনেক পরিশ্রম করেছেন। আলহামদুলিল্লাহ, মেডিকেলে চান্স পেয়েছি। আব্বু আমার সাফল্য দেখে যেতে পারেননি সত্য। কিন্তু তার স্বপ্নটাকে সত্যি করতে পেরেছি।’
অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক হিজবুল্লাহ মাহবুব বলেন, ‘আমাদের স্কুল থেকে মাসুদুর সাফল্যের সঙ্গে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে অত্যন্ত মেধাবী ছাত্র। আমাদের স্কুলের একজন ছাত্র মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে এটা আমাদের গর্ব।’