হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে নৌকা বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে মাঝি নিখোঁজ, কাঁদছে এসএসসি পরীক্ষার্থী ছেলে

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

বাবাকে হারিয়ে কাঁদছে এসএসসি পরীক্ষার্থী জাবের। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজের সঙ্গে নোঙর করে রাখা নৌকা বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ জাবের (৪০) নামের এক মাঝি। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোহাম্মদ জাবের কর্ণফুলী উপজেলার শিকলবাহার বাইট্টাগোষ্ঠী বাড়ির মৃত শরীফ আলীর ছেলে। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এর মধ্যে ছেলে শহিদুল ইসলাম জনি এবার উপজেলার কালারপোল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

আজ বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে কান্নাজড়িত কণ্ঠে শহিদুল ইসলাম জনি বলে, ‘বাবাকে সারা রাত নদীতে খুঁজেও সন্ধান পাইনি। এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেনি নদীতে খুঁজতে। আমরা প্রশাসনের সহায়তা কামনা করছি।’

নিখোঁজ মোহাম্মদ জাবেরের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

ঘটনার প্রত্যক্ষদর্শী নিখোঁজের ছোট ভাই মীর আহমদ বলেন, ‘গতকাল আমার ভাই কর্ণফুলী নদীর খোলাগাঁও জোডিয়াক পাওয়ার চিটাগাং লিমিটেড জেডি এলাকায় কাজ করছিলেন। রাতে ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে নৌকাটি ভাসতে দেখেন তাঁর সহকর্মীরা। এরপর ভাইয়ের মোবাইল ফোনে কল দিলে জাহাজের কর্মচারীরা রিসিভ করে জানান, সন্ধ্যার দিকে আমার ভাই নৌকা বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন। ঘটনার পর আমরা সারা রাত নদীতে ভাইকে খুঁজে পাইনি। থানা-পুলিশ বা নৌ পুলিশের কাছে গিয়ে কোনো সহযোগিতা পাইনি।’

জাহাজের চালক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘বিকেলে নৌকাটি জাহাজের সঙ্গে রশি বেঁধে নোঙর করে রাখেন মাঝি জাবের। রশি ছিঁড়ে গেলে নৌকাটি রক্ষায় নদীতে ঝাঁপ দেন তিনি। আমরা একাধিকবার বারণ করার পরও তিনি শোনেননি। আমাদের জাহাজটি লোড থাকার কারণে আমরা সেখান থেকে চলে যাই এবং তাঁর পরিবারকে খবর দিই।’

এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ মাঝিকে উদ্ধারে তাঁর স্বজন ও পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি বলেন, যে জাহাজে তিনি কাজ করতেন, সে জাহাজে নৌকা বেঁধে রাখা হয়েছিল। রশি ছিঁড়ে গেলে নৌকা রক্ষা করতে তিনি নদীতে ঝাঁপ দেন, এমনটাই জানিয়েছেন নিখোঁজের স্বজনেরা।

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার