হোম > সারা দেশ > চাঁদপুর

মোবাইল ফোন কিনে দেননি বাবা, অভিমানে কিশোরের আত্মহত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. রবিউল (১৯) নামের এক তরুণ কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার ছালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের ফারুক মিজির ছেলে। মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান।

এ নিয়ে ওসি মো. আবদুল মান্নান বলেন, ‘ফোন কিনে দিতে না পারায় বাবা-মায়ের ওপর অভিমান করে রবিউল আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

পরিবারে সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর হোসেন বলেন, ‘পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, ছেলেটি বাবার কাছে মোবাইল ফোন কেনার জন্য টাকা চাইছিল কয়েক দিন ধরে। টাকা না দেওয়ায় গতকাল শুক্রবার রাতে তিনি কীটনাশক পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে রবিউলকে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।’

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি