সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল চেয়ে এবার মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এক ঘণ্টার অবরোধে সাত কিলোমিটারেরও বেশি যানজটের সৃষ্টি হয়।
আজ বুধবার বেলা ১টা থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলা অনুষদ, বুদ্ধিজীবী চত্বর, কাটা পাহাড় ও জিরো পয়েন্ট মোড় হয়ে ১ নম্বর গেইট সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।
সড়ক অবরোধ করে ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? মেধা-মেধা’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না, কোটার বিরুদ্ধে-লড়াই হবে একসাথে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবি আজ তৃতীয় দিনের মতো একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনে আসা মশিউর নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমার চেয়ে কম মেধাবী কেউ কোটার মাধ্যমে চাকরি পাবে, আর আমি বেকার বসে থাকব—এটি কখনোই হতে পারে না। মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। সড়ক অবরোধ করলেও আমরা রোগীদের কথা চিন্তা করে অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাব। দাবি না মানা হলে আবারও আন্দোলন হবে।’