হোম > সারা দেশ > কক্সবাজার

শিশুকে অপহরণের পর পুড়িয়ে মারার হুমকি, থানায় জিডি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের পর ৫০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। মুক্তিপণ না দিলে ওই শিশুকে আগুনে পুড়িয়ে মারার হুমকিও দিয়েছেন অপহরণকারী। 

গতকাল রোববার বিকেলে ওই শিশুকে অপহরণ করা হয়। শিশুটির নাম মোহাম্মদ হোছাইন ওরফে সূর্য। সে হ্নীলা ইউনিয়নের লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। ও ওই এলাকার সোলতান আহমেদের ছেলে। 

শিশুটির পরিবার জানায়, গতকাল বিকেলে বিদ্যালয় থেকে শিশুটি বাড়ি ফিরছিল। পথে শিশুটিকে অপহরণ করা হয়। ওই দিন রাতেই অপহরণকারীরা শিশুটির বাবার মোবাইল ফোনে কল দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়। 

শিশুটির বাবা সোলতান আহমেদ জানান এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

এদিকে এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। তাঁরা জানান, সম্প্রতি উপজেলায় অপহরণের ঘটনা বেড়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের সঙ্গে সখ্যতা করে কিছু স্থানীয়রাও এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

এ ছাড়াও রোহিঙ্গারা হাতে টমটম গাড়ি ও সিএনজি অটোরিকশা চালিয়ে যত্রতত্র দেদারসে ঘোরাঘুরি করছে। এসব গাড়ি করে অপহরণ করার অভিযোগ উঠেছে। তাই রোহিঙ্গাদের হাতে এসব গাড়ি চালানো থেকে বিরত রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা। 

শিশু অপহরণের বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, গতকাল রাতে থানায় জিডি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

গত শুক্রবার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচজনকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে অপহরণকারীরা। মুক্তিপণ না দেওয়ায় শনিবার রাতে এক কিশোরের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে। ওই হাতসহ তাকে ফেরত পাঠায়। মুক্তিপণ না দিলে বাকিদের হত্যা করা হবে বলে পরিবারের কাছে হুমকি দিয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত