হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপির উদ্যোগে সাতকানিয়া লোহাগাড়া উপজেলায় ২৬টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

আজ শনিবার সকালে লোহাগাড়া উপজেলার পদুয়া ও চুনতি ইউনিয়নে বিতরণের মাধ্যমে এম এ মোতালেব সিআইপির পক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু। 

এই সময় উপস্থিত ছিলেন, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীসহ প্রমুখ। 

একই দিন দুপুরে সাতকানিয়া উপজেলার পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে সাতকানিয়া পৌরসভার জনসাধারণের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মোতালেব। 

এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির আহমদ, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ এনাম, মোহাম্মদ সোহেল, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ সুমন সেক্রেটারি নবাব মিয়া রকিব, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়াজ, মোহাম্মদ এমরান, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, প্রতি বছর রমজান মাসে এম এ মোতালেবের ব্যক্তিগত অর্থায়নে সাতকানিয়া লোহাগাড়া উপজেলায় বিশ হাজারের মতো রোজাদারকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ