পূর্ব আফ্রিকার মোজাম্বিকে করোনায় আক্রান্ত হয়ে বাঁশখালীর চাম্বল এলাকার মাহমুদুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ শনিবার মোজাম্বিকের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত মাহমুদুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম চাম্বল এলাকার মৃত আজি আহমদের ছেলে।
মৃতের ছোট্ট ভাই আফ্রিকা প্রবাসী মোহাম্মদ মিজবাহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, আফ্রিকার মোজাম্বিকে গত ১০ বছর থেকে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন আমার ভাই। হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর রিপোর্ট করোনা পজিটিভ আসে। গত ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছিলেন তিনি। পরে আজ বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
মোহাম্মদ মিজবাহ উদ্দিন আরও বলেন, করোনার কারণে তাঁর লাশ দেশে আনা সম্ভব হবে না। লাশ মোজাম্বিকে দাফন করা হবে।
উল্লেখ্য, করোনায় মোজাম্বিকে গত এক বছরে ১৪ জন বাঁশখালীর প্রবাসীর মৃত্যু হয়েছে।