হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার চান্দিনা বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার চান্দিনা বাজারে মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাজারে মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দুই শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে এই উচ্ছেদ অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ।

অভিযান চলে দুপুর পর্যন্ত। যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন।

স্থানীয়রা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর রাজনৈতিক প্রভাবে একটি চক্র আবারও স্থাপনা গড়ে তোলে। এতে মহাসড়কের যানজটের কোনো স্থায়ী সমাধান হয় না। ঘুরেফিরে মহাসড়কে দুর্ভোগ লেগেই থাকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন জানান, এবার তালিকা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কিছুদিন আগে নিমসার বাজার, আজ চান্দিনা বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তারপর দাউদকান্দির গৌরীপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যাগে স্থায়ীভাবে কিছু করার পরিকল্পনা রয়েছে। যাতে অবৈধ স্থাপনা আবার গড়ে না উঠে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়