হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দুর্গম পাহাড়ে ৩০ কোটি টাকার গাঁজার খেত, ধ্বংস করল যৌথ বাহিনী

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ে রোপণ করা ৩ একর গাঁজার খেত পুড়িয়ে ধ্বংস করেছে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাইল্যাছড়ির চৌধুরী পাড়া এলাকার দুর্গম পাহাড়ি ছড়ার পাড়ে গাঁজার খেতে অভিযান চালানো হয়। 

সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, চৌধুরী পাড়া এলাকায় দুর্গম পাহাড়ি ছড়ার পাড়ে প্রায় ৩ একর জায়গায় প্রায় ৩ হাজার গাছ রোপণ করা হয়। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিনের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব চৌধুরীরসহ মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা অভিযান চালায়। পরে তারা ৩ হাজার গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে দেয়। এসব গাঁজার আনুমানিক ওজন ছিল ৩০ হাজার কেজি। মূল্য প্রায় ৩০ কোটি টাকা। 

ইউএনও রাজিব চৌধুরী বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসন সচেষ্ট আছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। যারা যুব সমাজ ধ্বংসের জন্য মাদকের বিস্তারের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সজাগ রয়েছে প্রশাসন। 

ওসি মুহাম্মদ আরিফুল আমিন বলেন, প্রায় ৩ একর জায়গায় চাষ করা হয় গাঁজার গাছ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রশাসন কাজ করছে। বর্তমান পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ প্রশাসন সক্রিয় আছে। অপরাধীদের কোনো ছাড় নেই।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি