হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দুর্গম পাহাড়ে ৩০ কোটি টাকার গাঁজার খেত, ধ্বংস করল যৌথ বাহিনী

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ে রোপণ করা ৩ একর গাঁজার খেত পুড়িয়ে ধ্বংস করেছে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাইল্যাছড়ির চৌধুরী পাড়া এলাকার দুর্গম পাহাড়ি ছড়ার পাড়ে গাঁজার খেতে অভিযান চালানো হয়। 

সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, চৌধুরী পাড়া এলাকায় দুর্গম পাহাড়ি ছড়ার পাড়ে প্রায় ৩ একর জায়গায় প্রায় ৩ হাজার গাছ রোপণ করা হয়। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিনের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব চৌধুরীরসহ মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা অভিযান চালায়। পরে তারা ৩ হাজার গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে দেয়। এসব গাঁজার আনুমানিক ওজন ছিল ৩০ হাজার কেজি। মূল্য প্রায় ৩০ কোটি টাকা। 

ইউএনও রাজিব চৌধুরী বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসন সচেষ্ট আছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। যারা যুব সমাজ ধ্বংসের জন্য মাদকের বিস্তারের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সজাগ রয়েছে প্রশাসন। 

ওসি মুহাম্মদ আরিফুল আমিন বলেন, প্রায় ৩ একর জায়গায় চাষ করা হয় গাঁজার গাছ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রশাসন কাজ করছে। বর্তমান পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ প্রশাসন সক্রিয় আছে। অপরাধীদের কোনো ছাড় নেই।

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা