হোম > সারা দেশ > চট্টগ্রাম

সারা দেশে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি , আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল মংলাসহ সারা দেশের সকল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে একযোগে কর্মবিরতি পালন করছেন কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট। এতে সারা দেশে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার এই কর্মবিরতি পালন করা হয়।

এর আগে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট এর কেন্দ্রীয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন পূর্বনির্ধারিত এই কর্মবিরতির ডাক দেয়। জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সসিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস এই কর্মবিরতি আহ্বান করা হয়।

বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সারা দেশের সকল কাস্টমস হাউস ও স্টেশনে একযোগে কর্মবিরতি পালন করা হচ্ছে। এর আগে গত রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ কর্মদিবস পালনের জন্য সংবাদ সম্মেলন করা হয়। 

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে আজকে পূর্ণদিবস কর্ম বিরতি পালন করা হচ্ছে। আজ রাতে আমরা ডাকায় আবার বসব পুনরায় কর্মসূচির বিষয়ে আলোচনা করব।’ 

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১