হোম > সারা দেশ > চট্টগ্রাম

সারা দেশে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি , আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল মংলাসহ সারা দেশের সকল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে একযোগে কর্মবিরতি পালন করছেন কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট। এতে সারা দেশে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার এই কর্মবিরতি পালন করা হয়।

এর আগে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট এর কেন্দ্রীয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন পূর্বনির্ধারিত এই কর্মবিরতির ডাক দেয়। জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সসিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস এই কর্মবিরতি আহ্বান করা হয়।

বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সারা দেশের সকল কাস্টমস হাউস ও স্টেশনে একযোগে কর্মবিরতি পালন করা হচ্ছে। এর আগে গত রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ কর্মদিবস পালনের জন্য সংবাদ সম্মেলন করা হয়। 

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে আজকে পূর্ণদিবস কর্ম বিরতি পালন করা হচ্ছে। আজ রাতে আমরা ডাকায় আবার বসব পুনরায় কর্মসূচির বিষয়ে আলোচনা করব।’ 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু