হোম > সারা দেশ > খাগড়াছড়ি

প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কা, উপজেলা বিএনপির সভাপতি নিহত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  

মো. ইব্রাহিম খলিল। ছবি: সংগৃহীত

প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কায় খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও সন্তান আহত হন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাটে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম খলিল রামগড় পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইব্রাহিম খলিল প্রাইভেট কারে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের ডিসি পার্কের দিকে যাচ্ছিলেন। পথে ফৌজদারহাট পোর্ট কানেকশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রী-সন্তান আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ইব্রাহিমকে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া শোকবার্তায় বলেন, ‘ইব্রাহিম খলিল ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা। তাঁর মৃত্যুতে বিএনপি পরিবার শোকাহত।’

রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ জোহর রামগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইব্রাহিম খলিলের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫