হোম > সারা দেশ > খাগড়াছড়ি

প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কা, উপজেলা বিএনপির সভাপতি নিহত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  

মো. ইব্রাহিম খলিল। ছবি: সংগৃহীত

প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কায় খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও সন্তান আহত হন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাটে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম খলিল রামগড় পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইব্রাহিম খলিল প্রাইভেট কারে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের ডিসি পার্কের দিকে যাচ্ছিলেন। পথে ফৌজদারহাট পোর্ট কানেকশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রী-সন্তান আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ইব্রাহিমকে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া শোকবার্তায় বলেন, ‘ইব্রাহিম খলিল ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা। তাঁর মৃত্যুতে বিএনপি পরিবার শোকাহত।’

রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ জোহর রামগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইব্রাহিম খলিলের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত