হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচর থেকে পালানোর সময় ৭ রোহিঙ্গাকে আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে দালালদের সহযোগিতায় কক্সবাজার যাওয়ার পথে ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজার থেকে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানিয়েছেন, তাদের পুনরায় ভাসানচর আশ্রয়ণে পাঠানো হবে। 

জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে দুই পুরুষ, তিন নারী ও দুই শিশু রয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে দালাল মো. ইসহাক, মো. আনোয়ার এবং মো. আয়াত উল্লাহর সহযোগিতায় নৌকাযোগে সুবর্ণচরে আসে ৭ রোহিঙ্গা। আজ শনিবার সকালে তারা পায়ে হেঁটে কেরামতপুর বাজারে এলে তাদের গতিবিধি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি থানায় অবগত করা হয়। 

উল্লেখ্য, আটক রোহিঙ্গারা হচ্ছে-আশ্রয়ণের ৮৪ নম্বর ক্লাস্টারের এইচ-১ নম্বর কক্ষের আবদুস সালামের ছেলে এরশাদ উল্যাহ, মৃত রসিদ আহমদের ছেলে হাসান, আবদুস শুক্কুরের মেয়ে খোদেজা বেগম, নূর মোহাম্মদের মেয়ে সেতারা বেগম, হাসানের মেয়ে রোসমিন আক্তার, এরশাদ উল্যার ছেলে শাহেদ ও হাসানের ছেলে তোফায়েল। 

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের