বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সিএনজি-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার অপর তিন যাত্রী।
সোমবার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের মনছুরিয়া বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বাদশা মিয়া (৫২)। তিনি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলা বাজার এলাকার নজুমিয়ার ছেলে। আহতরা হলেন-চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আবু তাহের, শাহ জাহান ও মোহাম্মদ বেলাল।
প্রত্যক্ষদর্শী শিব্বির আহমদ রানা জানান, মনছুরিয়া বাজারের উত্তরে পাইপ লাইনের ট্রাকটি দাঁড়িয়েছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। এঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুল করিম বাদশা মিয়াকে (৫২) মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার এসআই মোহাম্মদ বাবুল জানান, আহত যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।