পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে প্রবেশ করতে শুরু করেছেন নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা, উপজেলা থেকে সকাল ৮টা থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে সভাস্থলে ঢুকছেন তাঁরা। প্রধানমন্ত্রীর কাছে দলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রব্যমূল্য কমিয়ে দেশে শান্তি বিরাজ রাখা।
বাদাম বিক্রেতা আনিসুর রহমান। তিনি বলেন, ‘পাঁচ বছর আগে সারা দিন বাদাম বিক্রি করে সংসার সামলিয়ে টাকা আরও জমা থাকত। এখন জিনিসপত্রের দাম বাড়ায় টাকা জমা রাখতে পারি না। প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা, জিনিসপত্রের দাম কমাক।’
রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠে সকাল ৯টায় বিশাল মিছিল নিয়ে আসেন সন্দ্বীপ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। এর আগে পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর অনুসারীরা মিছিল নিয়ে আসেন।
প্রধানমন্ত্রী সমাবেশস্থলে আসবেন বেলা আড়াইটায়। তিনটার মধ্যে তিনি বক্তব্য দেবেন।