হোম > সারা দেশ > চট্টগ্রাম

পলোগ্রাউন্ড মাঠে ঢুকতে শুরু করেছেন আ.লীগের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে প্রবেশ করতে শুরু করেছেন নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা, উপজেলা থেকে সকাল ৮টা থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে সভাস্থলে ঢুকছেন তাঁরা। প্রধানমন্ত্রীর কাছে দলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রব্যমূল্য কমিয়ে দেশে শান্তি বিরাজ রাখা।

বাদাম বিক্রেতা আনিসুর রহমান। তিনি বলেন, ‘পাঁচ বছর আগে সারা দিন বাদাম বিক্রি করে সংসার সামলিয়ে টাকা আরও জমা থাকত। এখন জিনিসপত্রের দাম বাড়ায় টাকা জমা রাখতে পারি না। প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা, জিনিসপত্রের দাম কমাক।’

রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠে সকাল ৯টায় বিশাল মিছিল নিয়ে আসেন সন্দ্বীপ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। এর আগে পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর অনুসারীরা মিছিল নিয়ে আসেন।

জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ আগে থেকে জনসভাস্থলসহ সম্ভাব্য সব স্থানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে মাঠ ও আশপাশের এলাকায় ৭ হাজারের বেশি পুলিশ থাকছে।

প্রধানমন্ত্রী সমাবেশস্থলে আসবেন বেলা আড়াইটায়। তিনটার মধ্যে তিনি বক্তব্য দেবেন।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি