হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরে রাস্তার পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মো. রাজু (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ঝাউডগি গ্রামের কফিল উদ্দিন হাওলাদারের বাড়ি সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজু ওই এলাকার মৃত রবিউল মিয়ার ছেলে। পেশায় সে একজন ভিক্ষুক ছিল। জানা যায়, ভিক্ষার টাকা দিয়ে প্রায় সময়ই নেশা করত রাজু। 

প্রথমে মরদেহটি উদ্ধারের পর অজ্ঞাত হিসেবে হাসপাতালে রাখা হয়। পরে শনিবার দুপুরে তার স্বজনরা এসে রাজুর মরদেহ শনাক্ত করেন। 

হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. হাসান জাহাঙ্গীর বলেন, নিহত রাজু ভূমিহীন। মা ও বাবা না থাকায় নানি হাজেরা বেগমের কাছে বড় হয় সে। হাজেরা বেগম ভিক্ষা করে জীবনযাপন করেন। রাজুও নানির সঙ্গে ভিক্ষা করত।

সে ভিক্ষার টাকা দিয়ে প্রায় সময় গাম কিনে নেশা করত। এতে নানি বাড়ি থেকে রাজুকে বের করে দেওয়া হয়। শুক্রবার অতিরিক্ত নেশা করে সে রাস্তার পাড়ে পড়ে ছিল। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাজুর শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার কারণেই তার মৃত্যু হয়েছে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের