হোম > সারা দেশ > চট্টগ্রাম

নেপালি কিশোরীর স্পর্শকাতর ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেল, চট্টগ্রামের তরুণ গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

গ্রেপ্তার জাবেদ। ছবি: সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুর অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর স্পর্শকাতর বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত তরুণের নাম মোহাম্মদ জাবেদ ওমর (২০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা।

সিআইডি বলছে, বাংলাদেশি এই তরুণ কোনো একভাবে ওই কিশোরীর নানা রকম ছবি-ভিডিও সংগ্রহ করে। পরে তা মেয়েটির ফেসবুক বন্ধু ও আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মেয়েটি আত্মহত্যারও চেষ্টা করে। পরে পরিবারের পক্ষ থেকে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে, তারা ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

সিআইডির মুখপাত্র আজাদ রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে, ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে ভুক্তভোগী মেয়ের সঙ্গে অভিযুক্তের পরিচয়। পরে কৌশলে ভুক্তভোগীর স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেল শুরু করে। টাকা না পেয়ে আসামি ভুক্তভোগীর ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের আত্মীয়স্বজনদের কাছে পাঠায়।’

ইন্টারপোলের অনুরোধ পাওয়ার পর সিআইডির সাইবার ইন্টেলিজেন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট টিম গত ১৫ জানুয়ারি অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে আসামি মোহাম্মদ জাবেদ ওমরকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারের সময় জাবেদ ওমরের কাছ থেকে একটি পোকো এক্স-৩ মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং জব্দকৃত মোবাইল ফোনে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া যায়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ