নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ শনিবার কুমিল্লায় গণসমাবেশ করছে বিএনপি। বেলা ১১টায় শহরের কান্দিরপাড়ের ঐতিহাসিক টাউন হল মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশ শুরুর আগে থেকেই কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল। এখনো নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা-কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের মঞ্চে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুটি আসন ফাঁকা রাখা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
কুমিল্লার গণসমাবেশে যোগ দিতে গত কয়েক দিন ধরেই আশপাশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। দূরদূরান্ত থেকে আসা নেতা-কর্মীদের অনেকেই থেকেছেন সমাবেশস্থলে।
আরও পড়ুন: