হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব দক্ষিণ উপজেলা নির্বাচনে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র জমা

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. শাহ আলম খান। তাঁর স্ত্রী ফাতেমা আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে।

গতকাল সোমবার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক সময়ে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুর রহমান ভুঁইয়া এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম খান। তাঁর স্ত্রী ফাতেমা আক্তার এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফাতেমা আক্তার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

মো. শাহ আলম খান বলেন, ‘ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। নিরপেক্ষ নির্বাচন হলে আমিই জয়ী হব।’ তাঁর স্ত্রী ফাতেমা আক্তার বলেন, ‘আমার স্বামী নির্বাচন করলেও আমার নির্বাচন আমি করব। বিষয়টি যার যার ব্যক্তিগত বিষয়। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫