হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব রামদাসদী এলাকায় মাঠে খেলার সময় বৈদ্যুতিক তার গায়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে মো. মিনহাজ (১৫) ও মো. শামীম (১৬) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তাদের বাঁশ দিয়ে তার থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে আহত হয়েছেন হাফেজ খান (৭০) নামের এক বৃদ্ধ। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব রামদাসদীর হাফেজ খানের বাড়ির সামনের মাঠে এ ঘটনা ঘটে। 

মো. মিনহাজ রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে এবং শামীম একই এলাকার আকতারের ছেলে। তাঁরা দুজনই পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহত হাফেজ খান বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হয়। তখন ওই দুই কিশোরসহ আরও কয়েকজন খেলাধুলা করছিল। হঠাৎ বাড়ির সামনের খোলা মাঠের পাশে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে ওই দুই কিশোরের গায়ের ওপর পড়লে তারা বিদ্যুতায়িত হয়। তাদের তার থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে আহত হন হাফেজ খান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই কিশোরের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, দুই কিশোরের মরদেহ হাসপাতাল থেকে থানায় এনে রাখা হয়েছে। তাদের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের কর্মচারীদের মারধর করেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত