হোম > সারা দেশ > চট্টগ্রাম

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ তালিকায় আছে পার্বত্য চট্টগ্রাম

প্রতিনিধি

রাঙামাটি (চট্টগ্রাম): জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বিপদাপন্ন ছয়টি স্থানের মধ্যে শীর্ষস্থানে আছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। প্রতিনিয়ত পাহাড়ে মানুষের চাপ বাড়ছে। অপরিকল্পিত উন্নয়নে নির্বিচারে বন উজাড়ে হুমকির মুখে রয়েছে এ এলাকার প্রাকৃতিক পরিবেশ। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। 

বিশ্বব্যাংকের ২০১৮–এর প্রতিবেদন মতে, বাংলাদেশে ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে পার্বত্য চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছিল। এমন অবস্থায় সবচেয়ে হুমকিতে আছে পাহাড়ের ওপরে ও পাদদেশে বসবাসকারীরা। পানির উৎসগুলো নষ্ট হয়ে যাওয়ায় বছরের অধিকাংশ সময় পানির সংকটেও ভুগছে তারা। 

ইউএনডিপির ফরেস্ট অ্যান্ড ওয়াটার শেড ম্যানেজমেন্টের চিফ টেকনিক্যাল স্পেশালিস্ট রমা শর্মা বলেন, পার্বত্য চট্টগ্রামকে আগের অবস্থানে নিতে হলে হারিয়ে যাওয়া সংরক্ষিত বন পুনরুজ্জীবিত করতে হবে। হারিয়ে যাওয়া বন পুনরুজ্জীবিত করা এখনো সম্ভব। কারণ বনের ভূমিগুলো ফাঁকা আছে। ফাঁকা স্থানে বৃক্ষ রোপণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বনায়ন প্রকল্প গ্রহণ করতে হবে। বসতি স্থাপন করা হলে তা সম্ভব হবে না। 

রমা শর্মা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বনের ওপর যেহেতু সারা দেশ নির্ভর করে আছে, সেহেতু এই এলাকার বন পুনরুজ্জীবিত করতে হলে জাতীয় পর্যায়ে এখন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে অনেক ক্ষতি হলেও যা আছে তা দিয়ে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে রক্ষা করা যাবে। 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ বলেন, পাহাড়ের পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন করতে হবে। বনায়ন বাড়ানো সম্ভব হলে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব। 

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, `জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতে হোক, আমরা অতীতে পাহাড়ের পরিবেশের অনেক ক্ষতি করেছি। এর ফল আমরা পেতে শুরু করেছি। এখনই আমাদের উদ্যোগ গ্রহণ করা জরুরি।'

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু