হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুটি দেশীয় অস্ত্রসহ আব্দুর রশিদ (৩৫) নামের অপহরণসহ বিভিন্ন মামলার পরোয়ানা ভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কমলারছড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ। আব্দুর রশিদ ওই এলাকার বাসিন্দা। 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা গেছে, আব্দুর রশিদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অপহরণসহ ৪টি মামলার পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর আরেক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র নিয়ে কমলাছড়ি এলাকায় অবস্থান করছে রশিদ। গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ অস্ত্রসহ তাঁকে ওই এলাকা থেকে হাতেনাতে গ্রেপ্তার করে। আজ সকালে তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড