হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস থাকবে না ৩ দিন, মাটির চুলা-গ্যাসের সিলিন্ডার-লাকড়ি কেনার হিড়িক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গ্যাস পাইপলাইন কমিশনিংয়ের কাজের জন্য আগামী তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘোষণার পরপরই শহরে মাটির চুলা, সিলিন্ডার গ্যাস ও লাকড়ি, কেরোসিন স্টোভ, ইলেকট্রিক রাইস কুকার কেনার ধুম পড়ে গেছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল এলাকায়। ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত চার লেন সড়কে গ্যাসলাইন স্থানান্তরের কাজ করা হবে বলে ওই তিন দিন পুরো জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বেশ কয়েক দিন ধরেই মাইকিং করছে প্রতিষ্ঠানটি।

টানা তিন দিন গ্যাস না থাকার ফলে যে ভোগান্তির সৃষ্টি, তা নিয়ে অভিযোগ করলেন অনেকেই। অনেকেই তিন দিনের জন্য আগে থেকে খাবার রান্না করে রাখার পরিকল্পনাও করছেন। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী মাটির চুলা, সিলিন্ডার গ্যাস ও লাকড়ি, কেরোসিন স্টোভ, ইলেকট্রিক রাইস কুকারও কিনছেন অনেকেই।

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ার বাসিন্দা বেবি ইয়াসমিন বলেন, ‘তিন দিনের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে চুলা কিনেছি।’ কলেজপাড়ার আয়েশা খানম বলেন, ‘রাইস কুকার কিনেছি, আশা করছি তেমন কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে হোটেল থেকে খাবার নিয়ে আসব।’

এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের জন্য মূলত গ্যাস পাইপলাইন আপগ্রেডেশন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় গ্যাসের পুরোনো লাইন বদলে নতুন লাইন করা হচ্ছে। আগামী ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত গ্যাসলাইন হুক-আপ করার কাজ চলবে।’

প্রকৌশলী মোহাম্মদ শফিউল আলম আরও বলেন, ‘প্রথম দিন সকাল থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত জেলায় গ্যাস থাকবে না। তবে প্রথম দিন বিকেল বা সন্ধ্যার পর পৌরসভা, শিল্প এলাকা ও সরাইল উপজেলায় গ্যাসের সংযোগ দেওয়ার চেষ্টা থাকবে। সর্বোচ্চ দুটি এলাকা সক্রিয় করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তবে শহরের পশ্চিম দিকে মূলত কাজ হবে। তাই সেখানে তিন দিনই গ্যাস থাকবে না। 

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু