প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)
করোনায় আক্রান্ত হয়ে কুয়েতের একটি হাসপাতালে নুর নবী নামের এক বাংলাদেশি মারা গেছেন। তিনি কমলনগরের জাঙ্গালীয়া গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে।
দীর্ঘ ২২ বছর আগে জীবিকার সন্ধানে কুয়েতে পাড়ি জমান নুর নবী। তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তিনি মারা যান।
নুর নবী এক ছেলে, চার মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।