হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৃদ্ধ বাবাকে ভরণপোষণ না দিয়ে হত্যার হুমকি, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভরণপোষণ না দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক বৃদ্ধ পিতা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা ইয়াসমিনের আদালতে ছেলে মো. ইয়াছিন (৪৫) এর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন হাফেজ আবুল মোজাফফর (৭৮)।

মামলা আদালত গ্রহণ করে চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছেন। আবুল মোজাফফর লোহাগাড়ার চরম্বা মাইজভিলা এলাকার বাসিন্দা। তিনি নগরীর গণি বেকারি মোড় এলাকার হযরত মোল্লা মিসকিন শাহ (রাহ.) মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সাল থেকে হাফেজ আবুল মোজাফফরের বসতভিটা ও জমি নিজের কব্জায় নিয়ে নেয় ছেলে মো. ইয়াছিন। সমস্ত সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ দিকে থাকে ইয়াছিন। বাবাকে রাজি করতে না পেরে প্রাণনাশের হুমকি দেয়। ব্যবসার কথা বলে বিভিন্ন সময় ৩ লাখ ৭ হাজার ৪৩৫ টাকা নেয় ইয়াছিন। সেই টাকাও ফেরৎ দেয়নি।

এ ছাড়া ২০১৬ সালের ৯ অক্টোবর আবুল মোজাফফর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকাকালে লোহাগাড়ার আধুনগর সাবরেজিস্ট্রি অফিসে জোর করে হেবা দলিলে স্বাক্ষর নেয় ইয়াছিন। গত ১৫ ফেব্রুয়ারি গ্রামের বাড়িতে ছেলে সব সম্পত্তি নিজের দাবি করে বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ১৬ মার্চ পুনরায় বাড়িতে গিয়ে ধার নেওয়া টাকা ফেরৎ চাইলে উত্তেজিত হয়ে ছেলে আরও ১০ লাখ টাকা উল্টো দাবি করে।

এই বিষয়ে বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান জানান, ছেলে মো. ইয়াছিন বিরুদ্ধে বৃদ্ধ বাবা হাফেজ আবুল মোজাফফর আদালতে মামলার আবেদন করেন। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

জিয়া হাবীব আহসান আরও জানান, ২০১৩ সালে বাংলাদেশ সরকার সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করার জন্য পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩ প্রবর্তন করে। আইন অনুযায়ী, পিতা-মাতা বা দাদা-দাদি বা নানা-নানিকে ভরণ-পোষণ না দিলে তা অপরাধ হিসেব গণ্য হবে। এই অপরাধের শাস্তি সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানার টাকা না দিলে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

মামলার বিষয়ে বাদী হাফেজ আবুল মোজাফফর বলেন, ‘বুড়া বয়সে আল্লাহ আল্লাহ করে দিন কাটানোর সময়ে আমাকে আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। টাকা পয়সা ও জায়গা জমি সবকিছু নিয়ে ফেলেছে এই ছেলে। আদালতের কাছে বিচার চাইতে এসেছি।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ