হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় টেকনাফ এল ৩৬ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি

রোববার দুপুরে নারী-শিশুসহ ৩৬ রোহিঙ্গা টেকনাফে অনুপ্রবেশ করে। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমার থেকে মাছ ধরার একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ৩৬ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করেছে। আজ রোববার দুপুরে উপজেলার সাবরাংয়ের মুন্ডারডেইল ঘাট এলাকা দিয়ে তারা বাংলাদেশে ঢুকে পড়ে।

স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ সেলিম বলেন, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছে। তারা মেরিন ড্রাইভের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি মাছ ধরার নৌকায় প্রবেশ করে। তাদের মধ্যে ৫ নারী, ১০ শিশু ও ২১ পুরুষ রয়েছে। এ ছাড়া সমুদ্র উপকূলের বাহারছড়া ঘাটের অদূরে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা সাগরে ভাসছে বলে জানা গেছে।

অনুপ্রবেশ করা দোস্ত মোহাম্মদ (৩০) নামের এক রোহিঙ্গা যুবক জানান, তাঁরা মিয়ানমারের আকিয়াবের পূর্বে নাইচং এলাকার বাসিন্দা। সেখানে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। প্রাণ বাঁচাতে একটি কাঠের নৌকায় করে পাঁচ দিন আগে তাঁরা মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে রওনা হন। চার দিন সাগরে ভাসার পর আজ ইঞ্জিন নষ্ট হয়ে পড়লে একটি মাছ ধরার নৌকা দিয়ে তাঁদের নৌকাটি টেনে এনে ঘাটে ভেড়ান।

রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, এ বিষয়ে বিজিবি ব্যবস্থা নিচ্ছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সমুদ্রপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির