হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিলছড়িতে কর্দমাক্ত সড়কে পিছলে যায় মোটরসাইকেল, ঘটতে পারে বড় বিপদ

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের শিলছড়িতে কর্দমাক্ত সড়ক। গতকাল সোমবার বিকেলে তোলা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম থেকে মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে কাপ্তাইয়ে বেড়াতে আসেন আরিফুর রহমান। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা তিনি। হঠাৎ কাপ্তাই উপজেলার কাপ্তাই সড়কের শিলছড়ি আনসার ক্যাম্পসংলগ্ন কর্দমাক্ত সড়কে চলন্ত মোটরসাইকেলের চাকা পিছলে যায়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। বড় ধরনের ক্ষতি না হলেও দুজনে সামান্য আঘাত পান। গতকাল সোমবার (২৬ মে) বিকেলে ঘটনাটি ঘটেছে।

আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লিচুবাগান থেকে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত আসতে কয়েক জায়গায় সড়ক কর্দমাক্ত হলেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই শিলছড়ি আনসার ক্যাম্পসংলগ্ন এই সড়কটি। এখানে সড়কে এতই বেশি কাদা, বিশেষ করে দুই চাকার গাড়ি চালাতে গিয়ে যেকোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে।’ কথা হয় সিএনজিচালক খোকন, মো. ইসমাইল, জাহাঙ্গীর এবং মোটরসাইকেল আরোহী উচিমং মারমা সঙ্গে। তাঁরা সবাই বলেন, বর্ষাকালে বৃষ্টি হলে এই সড়ক কাদায় ভরে যায়, তাই তাঁদের ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে।

শিলছড়ির বাসিন্দা ফটোসাংবাদিক মো. জয়নাল আবেদিন বলেন, ‘লিচুবাগান থেকে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলো এই শিলছড়ি আনসার ক্যাম্পসংলগ্ন সড়কটি। এখানে আমার চোখের সামনে কয়েকটি মোটরসাইকেল পিছলে পড়ে যায়। বর্ষাকাল আসলেই এই সমস্যা হয়। সড়ক হতে দ্রুত মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

এই বিষয়ে আজ মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হয় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দায়িত্বে থাকে সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী নেজাম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সড়ক বিভাগ এই বিষয়ে অবহিত হয়েছি, দ্রুত সড়ক থেকে মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করছি।’

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান