হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ত্রিপুরা বিধানসভা নির্বাচন: আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ২ দিন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এ উপলক্ষে আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) এই স্থলবন্দর হয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। 

এ নিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘আগামীকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এ কারণে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিব শংকর দেব এক চিঠির মাধ্যমে বিষয়টি আমাদের জানিয়েছেন।’ 

আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস। তিনি বলেন, ‘ভারতের ত্রিপুরা রাজ্য বিধানসভার নির্বাচন উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির