হোম > সারা দেশ > কক্সবাজার

এক প্রার্থীরই ৩০ নির্বাচন অফিস, ৩৫ তোরণ!

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম একাই ৩০টি নির্বাচন অফিস করেছেন। পাশাপাশি বানিয়েছেন ৩৫টি তোরণ। 

অবশেষে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ এবং নির্বাচনী আচরণবিধি মানতে সতর্ক করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। 

গতকাল রোববার মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে ওই প্রার্থীকে সতর্ক করে লিখিতভাবে এ নির্দেশ দেন। 

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী লিখিত অভিযোগে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমের ৩০টি নির্বাচনী অফিস ও ৩৫টি তোরণ নির্মাণের বিষয়ে জানান। বিষয়টি আমরা সরেজমিনে সত্যতা পাই, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তাই অভিযুক্ত প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। 

স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী বলেন, চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম নির্বাচনের আচরণবিধির তোয়াক্কা করছেন না। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ সরিয়ে নেননি। তা ছাড়া তফসিল ঘোষণার পর থেকেই তিনি ভোটারদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণ করে আসছেন। 

তবে স্বতন্ত্র প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম দাবি করছেন, তাঁর কর্মী-সমর্থকেরা এসব অফিস স্থাপন করেছেন। এরপরও রিটার্নিং কর্মকর্তার চিঠি পেয়ে তিনটির বেশি নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের উদ্যোগ নিয়েছেন। আর ভোটারদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণের অভিযোগ তিনি অস্বীকার করেন।

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার