হোম > সারা দেশ > চট্টগ্রাম

চিরকুট লিখে মালিককে খুন করেন নিরাপত্তাকর্মী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের খুলশীতে নির্মাণাধীন ভবনের মালিককে টাকার লোভেই খুন করে নিরাপত্তাকর্মী মো. হাছান। এর আগে তিনি একটি চিরকুট লিখে। যেখানে লেখা ছিল ‘অনেক দুঃখ মনে তাই একবার জীবন টাকে বাজি রেকেছি (রেখেছি) এই খাছটা (কাজটা) করেছি টাকার দকার (দরকার) ছিল তাই।’ 

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় বুধবার পুলিশের করা সংবাদ সম্মেলনে এমন চিরকুটকে আলামত হিসেবে দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, টাকার জন্য এমন ঝুঁকি নিয়ে মালিককে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এ কারণে নিজ থেকে লিখেছিলেন এই চিরকুট। 

সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, মালিককে হত্যার আগে তিনি একটি চিরকুট লিখেছিলেন। তিনি ভেবেছিলেন মালিক যেহেতু শ্রমিকদের বেতন দিতে ভবনে এসেছেন সেহেতু তাঁর কাছে অনেক টাকা পয়সা থাকবে। কিন্তু তাঁকে হত্যার পর কিছু না পেয়ে পরে রাতে তিনি মালিকের মেয়েকে ফোন দিয়ে বলে তাঁর বাবা অসুস্থ। তাঁকে সুস্থ করতে ২০ হাজার টাকা প্রয়োজন। এই কথা মালিকের মেয়ে বিশ্বাস না করে পরে পুলিশে খবর দেন। 

মোখলেছুর রহমান বলেন, ‘কী কারণে তিনি টাকাগুলো আদায় করতে চেয়েছিলেন তা আমরা নিশ্চিত নই। এই ঘটনায় তার সঙ্গে আরও কেউ ছিল কি’না সেটিও আমরা এখনো বের করতে পারিনি। তদন্তে এসব তথ্য বেরিয়ে আসবে। আমরা তাকে রিমান্ডের আবেদন করব।’ 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির