চট্টগ্রাম নগরের খুলশীতে নির্মাণাধীন ভবনের মালিককে টাকার লোভেই খুন করে নিরাপত্তাকর্মী মো. হাছান। এর আগে তিনি একটি চিরকুট লিখে। যেখানে লেখা ছিল ‘অনেক দুঃখ মনে তাই একবার জীবন টাকে বাজি রেকেছি (রেখেছি) এই খাছটা (কাজটা) করেছি টাকার দকার (দরকার) ছিল তাই।’
চাঞ্চল্যকর এই হত্যা মামলায় বুধবার পুলিশের করা সংবাদ সম্মেলনে এমন চিরকুটকে আলামত হিসেবে দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, টাকার জন্য এমন ঝুঁকি নিয়ে মালিককে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এ কারণে নিজ থেকে লিখেছিলেন এই চিরকুট।
মোখলেছুর রহমান বলেন, ‘কী কারণে তিনি টাকাগুলো আদায় করতে চেয়েছিলেন তা আমরা নিশ্চিত নই। এই ঘটনায় তার সঙ্গে আরও কেউ ছিল কি’না সেটিও আমরা এখনো বের করতে পারিনি। তদন্তে এসব তথ্য বেরিয়ে আসবে। আমরা তাকে রিমান্ডের আবেদন করব।’