হোম > সারা দেশ > চট্টগ্রাম

চিরকুট লিখে মালিককে খুন করেন নিরাপত্তাকর্মী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের খুলশীতে নির্মাণাধীন ভবনের মালিককে টাকার লোভেই খুন করে নিরাপত্তাকর্মী মো. হাছান। এর আগে তিনি একটি চিরকুট লিখে। যেখানে লেখা ছিল ‘অনেক দুঃখ মনে তাই একবার জীবন টাকে বাজি রেকেছি (রেখেছি) এই খাছটা (কাজটা) করেছি টাকার দকার (দরকার) ছিল তাই।’ 

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় বুধবার পুলিশের করা সংবাদ সম্মেলনে এমন চিরকুটকে আলামত হিসেবে দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, টাকার জন্য এমন ঝুঁকি নিয়ে মালিককে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এ কারণে নিজ থেকে লিখেছিলেন এই চিরকুট। 

সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, মালিককে হত্যার আগে তিনি একটি চিরকুট লিখেছিলেন। তিনি ভেবেছিলেন মালিক যেহেতু শ্রমিকদের বেতন দিতে ভবনে এসেছেন সেহেতু তাঁর কাছে অনেক টাকা পয়সা থাকবে। কিন্তু তাঁকে হত্যার পর কিছু না পেয়ে পরে রাতে তিনি মালিকের মেয়েকে ফোন দিয়ে বলে তাঁর বাবা অসুস্থ। তাঁকে সুস্থ করতে ২০ হাজার টাকা প্রয়োজন। এই কথা মালিকের মেয়ে বিশ্বাস না করে পরে পুলিশে খবর দেন। 

মোখলেছুর রহমান বলেন, ‘কী কারণে তিনি টাকাগুলো আদায় করতে চেয়েছিলেন তা আমরা নিশ্চিত নই। এই ঘটনায় তার সঙ্গে আরও কেউ ছিল কি’না সেটিও আমরা এখনো বের করতে পারিনি। তদন্তে এসব তথ্য বেরিয়ে আসবে। আমরা তাকে রিমান্ডের আবেদন করব।’ 

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড