হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে যুবলীগ নেতা হত্যা: ৭ বছর পর ফেনী থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাত বছর পর চট্টগ্রামে মিরসরাইয়ে যুবলীগ নেতা ফজলুল করিম হত্যা মামলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে ফেনী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল হোসেন (২৬) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলার ছরারকুল এলাকার কামাল হোসেনের ছেলে।

অপর দিকে নিহত যুবলীগ নেতা ফজলুল করিম নিজামপুর গ্রামের বাসিন্দা শফিউল আলমের ছেলে। তিনি উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

র‍্যাব-৭–এর সিনিয়র সহকারী পরিচালক শরীফ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৭ সালে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নুরুল আমিন মুহুরি নিহত হন। এ ঘটনার জেরে ওই বছরের ৫ সেপ্টেম্বর পূর্বপরিকল্পিতভাবে আসামিরা ফজলুল করিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের বাবা শাকিলসহ ১২ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’ 

শরীফ উল আলম আরও বলেন, মামলার পলাতক আসামি শাকিলের অবস্থানের গোপন তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁকে মিরসরাই থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া শাকিলের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা ও দুটি হত্যাচেষ্টার মামলা রয়েছে বলে জানান তিনি।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে