হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘কেমিক্যাল আছে জানলে অগ্নিনির্বাপক কর্মীরা সতর্ক হতেন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এখানে যে হাইড্রোজেন পার অক্সাইড রাখা হয় তা আমাদের টিম জানত না। এখানে আসার আগে আমাদের টিমকে যদি জানানো হতো এখানে কেমিক্যাল আছে। কী কেমিক্যাল আছে তা না বললেও আমাদের টিম সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেত। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর সামনে এ কথা বলেন ফেনী ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

মুৎসুদ্দী বলেন, ‘উনারা (ফায়ার সার্ভিস) একদম আগুনের কাছাকাছি ছিলেন। আগুনে পানি দিচ্ছিলেন। সেখানে থাকা হাইড্রোজেন পার অক্সাইড আগুনে প্রজ্বলনের জন্য পূর্ণ শক্তি নিচ্ছিল। তখন পানির বাষ্প পাওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। সেখানে আগুনের পাশে যে কন্টেইনার ছিল তা টুকরো টুকরো হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘কন্টেইনারগুলো শক্ত স্টিল দিয়ে তৈরি হয়, বিস্ফোরণে তা টুকরো টুকরো হয়ে গেছে। আরেকটি কন্টেইনার উড়ে দূরে গিয়ে পড়েছে। সেখানে আমাদের ১২ জন সদস্য ছিল। নয়জনের মরদেহ আমরা পেয়েছি।’

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘এখানে কিছু কন্টেইনারের মধ্যে হাইড্রোজেন পার অক্সাইড আছে। নতুন করে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এ জন্য ধীরে ধীরে সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে। আমরা বন্দরের মধ্যে এর চেয়ে বড় বড় আগুন নিভিয়েছি। আজকের মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হব।’ 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু