হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘কেমিক্যাল আছে জানলে অগ্নিনির্বাপক কর্মীরা সতর্ক হতেন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এখানে যে হাইড্রোজেন পার অক্সাইড রাখা হয় তা আমাদের টিম জানত না। এখানে আসার আগে আমাদের টিমকে যদি জানানো হতো এখানে কেমিক্যাল আছে। কী কেমিক্যাল আছে তা না বললেও আমাদের টিম সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেত। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর সামনে এ কথা বলেন ফেনী ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

মুৎসুদ্দী বলেন, ‘উনারা (ফায়ার সার্ভিস) একদম আগুনের কাছাকাছি ছিলেন। আগুনে পানি দিচ্ছিলেন। সেখানে থাকা হাইড্রোজেন পার অক্সাইড আগুনে প্রজ্বলনের জন্য পূর্ণ শক্তি নিচ্ছিল। তখন পানির বাষ্প পাওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। সেখানে আগুনের পাশে যে কন্টেইনার ছিল তা টুকরো টুকরো হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘কন্টেইনারগুলো শক্ত স্টিল দিয়ে তৈরি হয়, বিস্ফোরণে তা টুকরো টুকরো হয়ে গেছে। আরেকটি কন্টেইনার উড়ে দূরে গিয়ে পড়েছে। সেখানে আমাদের ১২ জন সদস্য ছিল। নয়জনের মরদেহ আমরা পেয়েছি।’

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘এখানে কিছু কন্টেইনারের মধ্যে হাইড্রোজেন পার অক্সাইড আছে। নতুন করে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এ জন্য ধীরে ধীরে সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে। আমরা বন্দরের মধ্যে এর চেয়ে বড় বড় আগুন নিভিয়েছি। আজকের মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হব।’ 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি