কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোডে বিক্ষোভ করছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় দুই জন আহত হয়েছেন।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা ‘কম্পিলট শাটডাউন’ চলছে দেশব্যাপী। এর সঙ্গে একত্মতা জানিয়ে কোটবাড়ি বিশ্বরোডে বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।