হোম > সারা দেশ > চাঁদপুর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন রাসেল (৩৬) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত ইসমাইল চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেনর ছেলে।

গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ইসমাইলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো দেখতে অপেক্ষার প্রহর গুনছেন মা-বাবা ও এক সন্তানের জননী স্ত্রী হাফসা আক্তার। 

ইসমাইলের পরিবার জানায়, ইসমাইল সৌদি আরবের জিজান প্রদেশে সেন্ট্রাল এসির কাজ করতেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে রাতে বাসায় ফিরছিলেন তিনি। পথে সৌদি আরব সময় রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ইসমাইলের মরদেহ ফিরে পেতে সরকারের কাছে আকুতি জানিয়েছে তাঁর পরিবার। 

ইসমাইলের বাবা ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেন বলেন, ‘গত ৮ মাস আগে অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছি। একটি নাতি আছে, কখনো ভাবিনি এ খবর শুনতে পাব। আমার ছেলের লাশ ফিরে পেতে সরকারের সহযোগিতা চাই।’ 

ফরিদগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর বিষয়টি শুনেছি। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু