হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী–শ্বশুরসহ গ্রেপ্তার ৫ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে কৃষক আবুল কাশেম (৩০) হত্যার মামলায় নিহতের স্ত্রী তাছলিমা বেগমসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আজ শনিবার বিকেলে র‍্যাব–১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক গোলাম মোর্শেদ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। পরে তাঁদের কমলনগর থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–আবুল কাশেমের স্ত্রী তাছলিমা বেগম, কাশেমের শ্বশুর আলী আক্কাস, শ্যালক জহির উদ্দিন, স্ত্রীর বড় বোন আকলিমা বেগম ও শ্যালিকা তাহমিনা আক্তার। গতকাল শুক্রবার গভীর রাতে কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। পরে তাঁদের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক গোলাম মোর্শেদ বলেন, ঘটনার পর থেকেই তাহমিনা পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, কাশেম হত্যা মামলায় র‍্যাব পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে থানায় হস্তান্তর করেছে। তাঁদেরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের কমলনগরে একটি সয়াবিন খেত থেকে মো. কাশেমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ধারণা থেকে পুলিশ জানিয়েছিল, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর নাক–মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। এ ঘটনায় পর দিন কমলনগর থানায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ