হোম > সারা দেশ > চাঁদপুর

মায়াপুত্র দিপু চৌধুরীর জানাজায় লাখো মুসল্লির ঢল

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ২টায় জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এই জানাজায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল। 

আজ সকাল সাড়ে ১০টার দিকে মতলব উত্তর-মতলব দক্ষিণের নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর লাশবাহী কফিন মোহনপুরের আলী ভিলায় নেওয়া হলে সেখানে কান্নায় ভেঙে পড়েন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। শেষবিদায় জানাতে চাঁদপুর ও আশপাশের এলাকা থেকে জড়ো হন লাখো মানুষ।

জানাজার আগে সর্বস্তরের লোকজনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা দিপুর মরদেহে পুষ্প অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। 

জানাজার আগে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের বাবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, ‘আমার আদরের ছেলে দিপুর মৃত্যুর সংবাদ বিশ্বাস হয়নি। কীভাবে সে এত অল্প সময়ে চলে যাবে, তা ভাবিনি। আপনাদের দিপু চৌধুরী ছিল ছোট মানুষ, হয়ে গেল জনপ্রিয় নেতা। আমি ভাবতে পারিনি এত কম সময়ে বিদায় নেবে। দিপু সব শ্রেণির মানুষের মন জয় করে রাজনীতি করত। মানুষের যেকোনো বিপদে আগে ছুটে যেত। তার মধ্যে অকল্যাণমূলক কাজ দেখিনি। তেমনিভাবে কারও কাছ থেকে শুনিওনি।’ তিনি ছেলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী প্রমুখ। 

এদিকে আগামীকাল সোমবার বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিপু চৌধুরীর সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। গত রোববার স্ট্রোক করেন দিপু। এরপর তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত