হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে উদ্ধারকৃত খাস জায়গায় হবে বার্ড পার্ক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে ও আলিনগরে উদ্ধারকৃত খাস জায়গায় আগামী মাস থেকে শুরু হবে নাইট সাফারি পার্কের আদলে বার্ড পার্ক তৈরির কাজ। আজ রোববার দুপুরে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। 

জেলা প্রশাসক বলেন, এক সময়ে দখলদারদের দৌরাত্ম্য ও সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত এই জঙ্গল সলিমপুর এলাকা এখন অনেকটাই প্রশাসনের নিয়ন্ত্রণে। এই জায়গাকে ঘিরে বর্তমান সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। সাফারি পার্ক ও বার্ড পার্কের পাশাপাশি এখানে খেলার মাঠ নির্মাণের চিন্তাভাবনা রয়েছে। 

জেলা প্রশাসক এখানে থাকা প্রকৃত ভূমিহীন পরিবারকে যথাযথ নিয়ম মেনে আশ্রয়ণের মাধ্যমে পুনর্বাসন করবেন জানিয়ে আরও বলেন, এখানে আর অবৈধভাবে পাহাড় কাটা, সরকারি জমি দখল, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। 

যারা এসবের চেষ্টা করবেন তাদের কঠোর হস্তে দমন করা হবে। সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে এলাকাটিতে এখনো রয়ে যাওয়া অবৈধ স্থাপনা অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হবে। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, এনডিসি তৌহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম। 

সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা প্রশাসক পাহাড়ের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি না করে আগামী মাসেই নাইট সাফারি পার্কের আদলে বার্ডস পার্কের কাজ শুরু করতে নির্দেশনা দিয়েছেন।’ 

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম সফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এক সময় সন্ত্রাসীরা নাশকতা ও আইনশৃঙ্খলা বিরোধী কার্যকলাপ চালিয়ে জঙ্গল সলিমপুরে থাকা গডফাদারদের আস্তানায় লুকিয়ে থাকতেন। কিন্তু বর্তমানে এসব আইনশৃঙ্খলা বিরোধী কার্যকলাপ করে যারা জঙ্গল সলিমপুরে এসে নিরাপদ আশ্রয়ে উঠবে তাঁদের কঠোর হস্তে দমন করা হবে। সেই সঙ্গে তাঁদের আশ্রয়কারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা