হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে উদ্ধারকৃত খাস জায়গায় হবে বার্ড পার্ক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে ও আলিনগরে উদ্ধারকৃত খাস জায়গায় আগামী মাস থেকে শুরু হবে নাইট সাফারি পার্কের আদলে বার্ড পার্ক তৈরির কাজ। আজ রোববার দুপুরে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। 

জেলা প্রশাসক বলেন, এক সময়ে দখলদারদের দৌরাত্ম্য ও সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত এই জঙ্গল সলিমপুর এলাকা এখন অনেকটাই প্রশাসনের নিয়ন্ত্রণে। এই জায়গাকে ঘিরে বর্তমান সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। সাফারি পার্ক ও বার্ড পার্কের পাশাপাশি এখানে খেলার মাঠ নির্মাণের চিন্তাভাবনা রয়েছে। 

জেলা প্রশাসক এখানে থাকা প্রকৃত ভূমিহীন পরিবারকে যথাযথ নিয়ম মেনে আশ্রয়ণের মাধ্যমে পুনর্বাসন করবেন জানিয়ে আরও বলেন, এখানে আর অবৈধভাবে পাহাড় কাটা, সরকারি জমি দখল, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। 

যারা এসবের চেষ্টা করবেন তাদের কঠোর হস্তে দমন করা হবে। সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে এলাকাটিতে এখনো রয়ে যাওয়া অবৈধ স্থাপনা অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হবে। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, এনডিসি তৌহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম। 

সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা প্রশাসক পাহাড়ের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি না করে আগামী মাসেই নাইট সাফারি পার্কের আদলে বার্ডস পার্কের কাজ শুরু করতে নির্দেশনা দিয়েছেন।’ 

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম সফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এক সময় সন্ত্রাসীরা নাশকতা ও আইনশৃঙ্খলা বিরোধী কার্যকলাপ চালিয়ে জঙ্গল সলিমপুরে থাকা গডফাদারদের আস্তানায় লুকিয়ে থাকতেন। কিন্তু বর্তমানে এসব আইনশৃঙ্খলা বিরোধী কার্যকলাপ করে যারা জঙ্গল সলিমপুরে এসে নিরাপদ আশ্রয়ে উঠবে তাঁদের কঠোর হস্তে দমন করা হবে। সেই সঙ্গে তাঁদের আশ্রয়কারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত