হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাড়া পেলেন ভায়াল নিয়ে আটক হওয়া সেই কৌতূহলী শিক্ষার্থী

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

 চট্টগ্রামের হাটহাজারীতে করোনার টিকার খালি ভায়াল নিয়ে পালানোর সময় কমল দাশ (২০ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা ক্যাম্পে এ ঘটনা ঘটে।  তবে ওই চবি ছাত্রকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন। 

 তিনি বলেন, করোনার টিকা দেওয়ার পর কাউকে কিছু না বলে সে একটি খালি ভায়াল নিয়ে চলে যাচ্ছিল। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পেছন থেকে বেশ কয়েকবার ডাকাডাকি করলেও সে তাতে কর্ণপাত না করে পালানো সময় তাঁকে পুলিশ আটক করে। 

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, গবেষণা করার জন্য খালি ভায়ালটি নিয়ে যাচ্ছে বলে জানায়। ঘটনার সত্যতা জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নিয়ে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। 

এদিকে, বিষয়টির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া জানান, চবি’র মাইক্রোবায়োলজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী কমল কৌতুহলবশত করোনার টিকা নিতে গিয়ে খালি ভায়াল কাউকে না জানিয়ে নেওয়ায় এ ঘটনা ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে। সে তার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছে। 

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪