হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাড়া পেলেন ভায়াল নিয়ে আটক হওয়া সেই কৌতূহলী শিক্ষার্থী

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

 চট্টগ্রামের হাটহাজারীতে করোনার টিকার খালি ভায়াল নিয়ে পালানোর সময় কমল দাশ (২০ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা ক্যাম্পে এ ঘটনা ঘটে।  তবে ওই চবি ছাত্রকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন। 

 তিনি বলেন, করোনার টিকা দেওয়ার পর কাউকে কিছু না বলে সে একটি খালি ভায়াল নিয়ে চলে যাচ্ছিল। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পেছন থেকে বেশ কয়েকবার ডাকাডাকি করলেও সে তাতে কর্ণপাত না করে পালানো সময় তাঁকে পুলিশ আটক করে। 

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, গবেষণা করার জন্য খালি ভায়ালটি নিয়ে যাচ্ছে বলে জানায়। ঘটনার সত্যতা জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নিয়ে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। 

এদিকে, বিষয়টির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া জানান, চবি’র মাইক্রোবায়োলজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী কমল কৌতুহলবশত করোনার টিকা নিতে গিয়ে খালি ভায়াল কাউকে না জানিয়ে নেওয়ায় এ ঘটনা ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে। সে তার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছে। 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে