চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী গাড়ির চাপায় মাহবুব আলম (৪২) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার সকালে পতেঙ্গা বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর। তিনি বলেন, এ ঘটনায় তেলবাহী গাড়িসহ চালক মো. মহিউদ্দিনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মাহবুব জনতা ব্যাংক লিমিটেডের পতেঙ্গা ড্রাই ডক শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি নগরীর হালিশহর এলাকায় পরিবার নিয়ে থাকতেন এবং তাঁর বাড়ি সন্দ্বীপ উপজেলায়। মাহবুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ৩৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের প্রশাসনিক (ইনচার্জ) কর্মকর্তা হোসেন আক্তার রাফি আজকের পত্রিকাকে বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে ড্রাই ডক ব্রাঞ্চ অফিসে আসার পথে তেলবাহী গাড়ির চাপায় মাহবুব আলম নিহত হয়েছেন। তিনি ড্রাই ডক ব্রাঞ্চের ব্যবস্থাপক ছিলেন।