হোম > সারা দেশ > কক্সবাজার

এবার রাখাইনের চাকমা-তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর ৫৬ জন আশ্রয় নিল বাংলাদেশে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে রাখাইন থেকে আসা চাকমা-তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর লোকজন। ছবি: আজকের পত্রিকা

চলমান সংঘাতের জেরে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এবার চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর ৫৬ নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাঁরা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থান করছেন।

আজ সোমবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে ৫৬ জন মিয়ানমার নাগরিক অনুপ্রবেশ করে বলে জানান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম।

যারীন তাসনিম বলেন, বাংলাদেশে আসা মিয়ানমারের ৫৬ নাগরিকেরা হলেন চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেবে তা পরে জানানো হবে।

পালিয়ে আসা ব্যক্তিরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। এতে সেখানে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। প্রাণ বাঁচাতে তাঁরা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। তাঁরা সেখানে কৃষি এবং জুমচাষ করে জীবনধারণ করতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, অনুপ্রবেশ করা মিয়ানমারের নাগরিকদের বিজিবির পাশাপাশি পুলিশও নিরাপত্তা দিচ্ছে।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। সঠিক কতজন অনুপ্রবেশ করেছে তা পরে জানানো হবে। এর আগে কয়েক দফায় চাকমা জনগোষ্ঠীর নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করলেও তাঁদের ফেরত পাঠিয়েছে বিজিবি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত