হোম > সারা দেশ > চট্টগ্রাম

কারা শৌচাগারে পড়ে আহত সাবেক এমপি লতিফ, চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বন্দর-পতেঙ্গা আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফ চট্টগ্রাম কারাগারের শৌচাগারে পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়েছেন। এতে সামান্য রক্তও ঝরেছে বলে জানা গেছে।  মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। পরে তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন এ বিষয়ে বলেন,  তিনি কারাগারের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় ব্যথা পান বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। সিটি স্ক্যানে মস্তিষ্কে একটু সমস্যা পাওয়া গেছে। এখন চিকিৎসা চলছে।

চট্টগ্রাম জেলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, কারাগারে থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য এম এ লতিফ শৌচাগারে হঠাৎ পড়ে মাথায় একটু আঘাত পান। আগে থেকেই তার হার্টে বাইপাস সার্জারি ছিল। এ জন্য কারাগারের ডাক্তাররা তাঁকে চমেকে পাঠিয়েছেন।

কারাগার থেকে প্রাপ্ত তথ্যমতে, কারাগারের ডিভিশন ওয়ার্ডে থাকতেন এম এ লতিফ। শৌচাগারে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। এরপর তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

তথ্যমতে, গত ১৭ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার মামলাসহ মোট ১২টি মামলা হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা