কক্সবাজারের চকরিয়ায় সাজাপ্রাপ্ত ৬ মামলার পলাতক আসামি রেজাউল করিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার খুটখালী ইউনিয়নের সেগুনবাগিচা বাগাইন্যাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রেজাউল করিমের বাড়ি খুটখালী ইউনিয়নের সেগুনবাগিচা বাগাইন্যাপাড়া এলাকায়। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।
ওসি জাবেদ বলেন, ‘গ্রেপ্তার রেজাউলের বিরুদ্ধে ছয়টি মামলার মধ্যে দুটি মামলায় সাজা ও চারটি মামলায় পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ডাকাতি, সরকারি কর্মকর্তাকে মারধরসহ বিভিন্ন মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’