হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (২২) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধসংলগ্ন কানুনগোখীল সরল ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির মৃত হাবিব উল্লাহর ছেলে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এলাকাবাসী জানিয়েছে, অটোরিকশা চালিয়ে গতকাল শনিবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন জাহিদুল ইসলাম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনীক বড়ুয়া মৃত ঘোষণা করেন।

এদিকে ক্যানসারে আক্রান্ত হয়ে দুই মাস আগে জাহিদুল ইসলামের বাবা হাবিব উল্লাহ মারা গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট