জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি দাম্মাম সৌদি আরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দাম্মামের হোটেল হলিডে মিলনায়তনে ফ্রেন্ডস অব দাম্মাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং হাসান খাঁন ও মাহবুবুর রহমান টিপুর সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল হাশেম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি শফিকুল ইসলাম, ডা. নাহিদা খানম শিমু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিজওনাল ম্যানেজার ও বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ইমরান পাটোয়ারী, ইয়াকুব আলী, মো. দেলোয়ার, লোকমান হাকিম, মো. নাছের, মো. নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, সোহরাব সরকার, রিংকুসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।