চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী নুর রশিদ চৌধুরী এজাজ (এম এজাজ চৌধুরী) দলীয় মনোনয়ন না পাওয়ায় তাঁর সমর্থক বিক্ষোভ মিছিল করেছে। আজ বুধবার দুপুরে শান্তিরহাট এলাকায় তারা এ বিক্ষোভ মিছিল করে।
তারা সড়কে টায়ার জালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে নেয়। বিক্ষোভকারীরা কুসুমপুরা ইউনিয়নে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড মঙ্গলবার রাতে কুসুমপুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম বাচ্চুকে আবারও আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে।
এদিকে এম এজাজ চৌধুরী পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর কর্মী সমর্থকদের এমন আচরণে ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। তারা জানান, দল যাকে যোগ্য মনে করে মনোনীত করেছেন তাঁর পক্ষে আগামী ইউপি নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।