কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১১টি গরু লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিলে গরু ব্যবসায়ী ও শ্রমিকদের মারধর করা হয়। গতকাল রোববার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গরু ব্যবসায়ী চট্টগ্রামের পটিয়া উপজেলা গোবিন্দকিল এলাকার বাসিন্দা মো. আব্দুল মান্নান।
তিনি বলেন, ‘কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজার থেকে ২৩টি গরু ক্রয় করে হাটের ছাড়পত্র নিয়ে দুটি ট্রাকভর্তি করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলাম। গরুভর্তি ট্রাকগুলো চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারে একটু আগেই রিজার্ভপাড়ার রাস্তার মুখে পৌঁছাতেই ২০-২৫ জন সন্ত্রাসী একটি ট্রাক দিয়ে মহাসড়কে ব্যারিকেড দেয়। এ সময় গরুভর্তি একটি ট্রাক আটকে রেখে ১১টি লুট করে নিয়ে যায়।’
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘পুলিশ ইতিমধ্যে গরু উদ্ধার অভিযানে নেমেছে।’