হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুরের মোল্লাবাড়ির সামনে এই হামলা হয় বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে ১০টার দিকে পৌরসভা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সমাবেশ করেন। এ সময় তাঁরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন। তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন। সন্ধ্যার পর এলাকায় মেহেদী হাসান মঞ্জুকে দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কর নেতৃত্বে কয়েকজন মিলে তাঁকে মারধরের চেষ্টা চালান।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, খবর পেয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা এগিয়ে গিয়ে বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুক্কুরসহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান স্বজনেরা।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলার অভিযোগের বিষয়ে জানতে সাগর হোসেন শুক্কুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যারাই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না। জড়িতদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি