হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের ওপর বাংলাদেশির হামলা

প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম) 

সৌদি আরবের তাবুকে মোস্তফা খোকন নামের এক বাংলাদেশি যুবকের ওপর হামলা হয়েছে। ২৩ জুলাই রাতে ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও আপলোড করে মোস্তফা খোকন এ অভিযোগ করেন। বাংলাদেশেরই শওকত এবং মারুফ নামের দুজন হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছেন বলে দাবি তাঁর।

ভিডিওতে তিনি বলেন, 'আমি শওকত, মারুফের কাছে ২৮ লক্ষ টাকা পাই এবং তাঁরা আমার দুইটা দোকান দখল করে রেখেছে। আমি যে ওদের থেকে টাকা পাই তার সাক্ষী-প্রমাণ সবই আছে। এই বিষয়ে সন্দ্বীপের জনপ্রতিনিধিরাও অবহিত আছেন। পাওনা টাকা চাওয়ায় তাঁরা হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করেছে।' 

ভিডিওতে নিজের জীবনের অনিরাপত্তা প্রসঙ্গে মোস্তফা বলেন, 'বর্তমানে আমার জীবনের নিরাপত্তা নেই। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

মোস্তফা খোকনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে। হামলায় অভিযুক্ত শওকত ও মারুফ সম্পর্কে দুই ভাই। তাঁদের বাড়ি সন্দ্বীপ হারামিয়া ইউনিয়নে।

যোগাযোগ করা হলে মুছাপুর ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, 'পাওনা টাকার বিষয়ে আমরা তিনবার শওকতের গার্ডিয়ানের সাথে শালিস করতে বসেছিলাম। কিন্তু ওরা সৌদি আরব থাকায় ওইখান থেকে কোনো সাড়া না দেওয়ায় সমাধান হয় নাই। টাকা যে পাবে তা সত্য।'

অভিযুক্ত শওকতের মোবাইল নম্বরে (0096654417....) বারবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর