হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের ওপর বাংলাদেশির হামলা

প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম) 

সৌদি আরবের তাবুকে মোস্তফা খোকন নামের এক বাংলাদেশি যুবকের ওপর হামলা হয়েছে। ২৩ জুলাই রাতে ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও আপলোড করে মোস্তফা খোকন এ অভিযোগ করেন। বাংলাদেশেরই শওকত এবং মারুফ নামের দুজন হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছেন বলে দাবি তাঁর।

ভিডিওতে তিনি বলেন, 'আমি শওকত, মারুফের কাছে ২৮ লক্ষ টাকা পাই এবং তাঁরা আমার দুইটা দোকান দখল করে রেখেছে। আমি যে ওদের থেকে টাকা পাই তার সাক্ষী-প্রমাণ সবই আছে। এই বিষয়ে সন্দ্বীপের জনপ্রতিনিধিরাও অবহিত আছেন। পাওনা টাকা চাওয়ায় তাঁরা হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করেছে।' 

ভিডিওতে নিজের জীবনের অনিরাপত্তা প্রসঙ্গে মোস্তফা বলেন, 'বর্তমানে আমার জীবনের নিরাপত্তা নেই। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

মোস্তফা খোকনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে। হামলায় অভিযুক্ত শওকত ও মারুফ সম্পর্কে দুই ভাই। তাঁদের বাড়ি সন্দ্বীপ হারামিয়া ইউনিয়নে।

যোগাযোগ করা হলে মুছাপুর ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, 'পাওনা টাকার বিষয়ে আমরা তিনবার শওকতের গার্ডিয়ানের সাথে শালিস করতে বসেছিলাম। কিন্তু ওরা সৌদি আরব থাকায় ওইখান থেকে কোনো সাড়া না দেওয়ায় সমাধান হয় নাই। টাকা যে পাবে তা সত্য।'

অভিযুক্ত শওকতের মোবাইল নম্বরে (0096654417....) বারবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান