হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ইউপি চেয়ারম্যান ও মাদক কারবারির বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজার প্রতিনিধি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারে এক ইউপি চেয়ারম্যান ও এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়।

দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোর বিরুদ্ধে ৭৭ লাখ ৪৪ হাজার ৬৮৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

অনুসন্ধান শেষে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়‍াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ছাড়া টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাছুরুল্লাহ হোসাইন বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করা হয়। মোহাম্মদ হোসাইন ওই এলাকার কামাল হোসাইনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, মোহাম্মদ হোসাইনের সম্পদ অনুসন্ধানে ২ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৩০৬ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার