হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সাহিত্যবিশারদ স্বর্ণপদক প্রতিযোগিতা আজ 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলা সাহিত্যের পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদের র্সাধশত জন্মোৎসব উপলক্ষে দুদিন ব্যাপি সাহিত্য ও সংস্কৃতিক স্বর্ণপদক প্রতিযোগিতা পটিয়া ক্লাব হলে শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। 

প্রতিবছরের ন্যায় এ বছরও সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগীতা চলবে। সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ছৈয়দ এ প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। 

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া পৌরসভা মেয়র মো. আইয়ুব বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর ছওয়ার কামাল রাজীবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক ও পৃষ্টপোষক প্রদীপ বিশ্বাস। শুক্র ও শনিবার দুই দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের সঠিক সময়ে উপস্থিত থেকে প্রতিয়োগীতায় অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ পলাশ। 

সাইফুল্লাহ পলাশ আরও জানান, ‘সাহিত্যবিশারদের র্সাধশত জন্মোৎসব ২০২১ উপলক্ষে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে কৃতি ব্যক্তিদের সাহিত্যবিশারদ আজীবন সম্মাননা প্রদান করা হবে। তারা হলেন, পটিয়ায় ব্যাপক উন্নয়ন ও সমাজসেবায় অবদানের জন্য জাতীয় সংসদের  হুইপ সামশুল হক চৌধুরী এমপি, মহান মুক্তিযুদ্ধে ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন চৌধুরীকে সাহিত্যবিশারদ আজীবন সম্মাননা প্রদান করা হবে। 

এছাড়াও গত ২০২০ সালের (করোনা মহামারির কারনে অনুষ্টান স্থগিত থাকায়) আজীবন সম্মাননায় ঘোষিত শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ঠ শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরীকে আজীবন সম্মননা স্মারক তুলে দেয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত