হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সাহিত্যবিশারদ স্বর্ণপদক প্রতিযোগিতা আজ 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলা সাহিত্যের পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদের র্সাধশত জন্মোৎসব উপলক্ষে দুদিন ব্যাপি সাহিত্য ও সংস্কৃতিক স্বর্ণপদক প্রতিযোগিতা পটিয়া ক্লাব হলে শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। 

প্রতিবছরের ন্যায় এ বছরও সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগীতা চলবে। সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ছৈয়দ এ প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। 

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া পৌরসভা মেয়র মো. আইয়ুব বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর ছওয়ার কামাল রাজীবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক ও পৃষ্টপোষক প্রদীপ বিশ্বাস। শুক্র ও শনিবার দুই দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের সঠিক সময়ে উপস্থিত থেকে প্রতিয়োগীতায় অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ পলাশ। 

সাইফুল্লাহ পলাশ আরও জানান, ‘সাহিত্যবিশারদের র্সাধশত জন্মোৎসব ২০২১ উপলক্ষে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে কৃতি ব্যক্তিদের সাহিত্যবিশারদ আজীবন সম্মাননা প্রদান করা হবে। তারা হলেন, পটিয়ায় ব্যাপক উন্নয়ন ও সমাজসেবায় অবদানের জন্য জাতীয় সংসদের  হুইপ সামশুল হক চৌধুরী এমপি, মহান মুক্তিযুদ্ধে ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন চৌধুরীকে সাহিত্যবিশারদ আজীবন সম্মাননা প্রদান করা হবে। 

এছাড়াও গত ২০২০ সালের (করোনা মহামারির কারনে অনুষ্টান স্থগিত থাকায়) আজীবন সম্মাননায় ঘোষিত শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ঠ শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরীকে আজীবন সম্মননা স্মারক তুলে দেয়া হবে।

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার