হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ১২ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টি, জনজীবনে স্বস্তি 

কক্সবাজার প্রতিনিধি

দীর্ঘ এক মাস ধরে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে।

তবে জেলার আট উপজেলায় উপকূলীয় এলাকায় লবণ উৎপাদনে বিঘ্ন ঘটেছে। অনেক জায়গায় ঝোড়ো হাওয়ায় পাকা বোরো ধান ও সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কিছু কিছু জায়গায় বাড়ি-ঘর উপড়ে গেছে। 

কক্সবাজার শহরের পর্যটন ব্যবসায়ী সেলিম জাহাঙ্গীর বলেন, কয়েক দিনের তীব্র দাবদাহের কারণে পর্যটনশিল্পে ধস নেমেছে। ছুটির দিনেও কক্সবাজারে কাঙ্ক্ষিত পর্যটক ঘুরতে আসেনি। 

শহরের কালুর দোকানের বাসিন্দা তারেকুর রহমান নামের বলেন, টানা দাবদাহের কারণে অসহনীয় গরম পড়েছিল। সামান্য বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। 

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারে গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। আর বৃষ্টি চলাকালীন দুপুর ১২টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। 

তিনি বলেন, বৃষ্টি আগামীকাল শুক্রবারও থাকার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ